জাককানইবি বন্ধুসভার পাঠচক্র
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোটগল্প নিয়ে পাঠচক্রের আসর করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ছোটগল্পগুলো হলো, ‘ইচ্ছাপূরণ’, ‘ছুটি’, ‘গিন্নি’, ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ ও ‘প্রায়শ্চিত্ত’।
২৬ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠচক্র অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শ্রাবণী রাণী সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি সাকিবুল হাসান, সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, দপ্তর সম্পাদক কর্ণজয় ত্রিপুরা, কার্যকরী সদস্য মাসুম মিয়াসহ অন্য বন্ধুরা।
সভাপতি, জাককানইবি বন্ধুসভা