নওগাঁয় ২০টি পরিবার পেল সহমর্মিতার ঈদ উপহার

নওগাঁ বন্ধুসভার ঈদ উপহার
ছবি: বন্ধুসভা

ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে নওগাঁ বন্ধুসভা। বন্ধু ও উপদেষ্টারা নিজেদের অর্থায়নে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় ২০টি পরিবারের শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ ও তাদের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন।

১৪ এপ্রিল শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের সামনে বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান। পরে বন্ধুরা শহরের বাঙ্গাবাড়িয়া, চকদেবপাড়া ও পার-নওগাঁ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচিত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রঙিন কাপড় ও ঈদসামগ্রী বিতরণ করেন।

সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দিতে পেরে বন্ধুদের মাঝেও উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে ঈদ উপহার বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ডিএম আবদুল বারী, চন্দন কুমার দেব, বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী, সহসভাপতি রাবেয়া আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুস্মিতা সাহা, অর্থ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা