বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধনে দিনাজপুর বন্ধুসভার ইফতার
বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করতে বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টাদের অংশগ্রহণে ইফতার আয়োজন করেছে দিনাজপুর বন্ধুসভা। ১৫ মার্চ প্রথম আলো দিনাজপুর অফিস–সংলগ্ন একটি হোটেলের ছাদে এটি অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু বলেন, ‘প্রতিবছর দিনাজপুর বন্ধুসভা পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন করে থাকে। এবারও ব্যতিক্রম নয়। এ বছরও বন্ধুসভার বন্ধুদের সম্মিলিত উদ্যোগে ছোট পরিসরে আজকের এ সুন্দর আয়োজন। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।’
উপদেষ্টা মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ‘ফুলের মর্মটা তখনই বোঝা যায়, যখন ফুলের সুগন্ধি নিয়ে কেউ প্রশংসা করে; তাহলে এটার মূল্যায়ন হয়। বন্ধুসভার ভালো কার্যক্রমের মাধ্যমে আমাদের সুগন্ধি ছড়িয়ে পড়বে এবং মানুষ এতে খুশি ও তৃপ্তি পাবে। শুধু ভোগেই তৃপ্তি নয়, দানেই তৃপ্তি। আশা করি, বন্ধুসভার ব্যতিক্রমধর্মী কার্যক্রম সমাজের উন্নয়নে অবদান রাখবে।’
ইফতার আয়োজনে আরও বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক জলিল আহমেদ, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. শিলাদিত্য শীল, দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু ও বন্ধুসভার শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের বক্তব্যে উঠে আসে, সহমর্মিতার ঈদ কার্যক্রম প্রসঙ্গ। সবাই সহমর্মিতার ঈদে দুস্থ মানুষদের পাশে থেকে তাদের মধ্যে উপহারসামগ্রী তুলে দিতে নিজেদের সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।
দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘একটি সুন্দর দিনে সবাই একত্র হয়েছি। সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বন্ধুসভার ধারাবাহিক আয়োজন সহমর্মিতার ঈদ। আমরা চেষ্টা করি প্রত্যন্ত অঞ্চল থেকে শিশুসহ সুবিধাবঞ্চিত পরিবারকে সহযোগিতা করার। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।’
ইফতার আয়োজন অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাবেক সভাপতি শুভ রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আরিয়ানা চৌধুরী, দীপু রায়, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায়, সহসাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম, প্রচার সম্পাদক সজীব রায়, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কেয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আল-আমিন, সাংস্কৃতিক সম্পাদক জুই আফরোজ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ঈশান কর্মকার, বন্ধু সুব্রত সরকার, সাব্বির রহমান, বেলালুর রহমানসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা