দক্ষতা উন্নয়নে লার্নিং ল্যাব ৩.০

জাবি বন্ধুসভার প্রশিক্ষণ কর্মশালা ‘দক্ষতা উন্নয়নে লার্নিং ল্যাব ৩.০’

প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে এগিয়ে রাখার জন্য দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। দক্ষতা উন্নয়নের মাধ্যমে একজন মানুষ নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনে অগ্রগামী হতে পারে। সেই উদ্দেশ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই রমজানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে ‘লার্নিং ল্যাব ৩.০’ সিরিজ।

যেখানে ৪টি দক্ষতামূলক বিষয়ের ওপর সেশন অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী সিরিজে অংশগ্রহণকারীদের পাবলিক স্পিকিং, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, সিভি রাইটিং ও বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রথম দিন ‘পাবলিক স্পিকিং’ বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন গ্রিন ইউনিভার্সিটির লেকচারার এ এস এম কামরুল ইসলাম। তিনি পাবলিক স্পিকিংয়ের কৌশলগুলো তুলে ধরেন এবং কীভাবে একজন শিক্ষার্থী আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের সামনে কথা বলবেন, সেই বিষয়গুলো তুলে ধরেছেন।

দ্বিতীয় সেশনটি ‘বিদেশে উচ্চশিক্ষা’ বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন তাজরিন ইসলাম তন্নী। তিনি বর্তমানে আমেরিকার কেস ওয়েস্টার্ন রিভার্স ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য শুরু থেকেই কী কী পদক্ষেপ নেওয়া লাগবে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়গুলো তুলে ধরেন তিনি।

সিরিজের তৃতীয় সেশনটি অনুষ্ঠিত হয় ‘সিভি তৈরি’ বিষয়ে। সেশনটি পরিচালনা করেন আকিজবশির গ্রুপের এইচআর এক্সিকিউটিভ সাইয়ারা ইসলাম। চাকরির বাজারে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে এবং চাকরির নিশ্চয়তা পাওয়ার জন্য কীভাবে একটি আদর্শ সিভি তৈরি করা লাগবে, সেই কৌশলগুলো তুলে ধরেন তিনি। তা ছাড়া একটি সিভি তৈরিতে আমরা যে ভুলগুলো করি, সেই বিষয় নিয়েও আলোচনা করেন।

প্রশিক্ষক

সিরিজের সর্বশেষ সেশনটি অনুষ্ঠিত হয় পাওয়ারপয়েন্টের ওপর। সেশনটি নেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের টেরিটরি অফিসার সৈয়দ আলভী ফাহাদ। একাডেমিক প্রেজেন্টেশন, বিজনেস কমপিটিশন, বিজনেস মিটিংয়ে কীভাবে একটি দৃষ্টিনন্দন পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে সবার মনোযোগ আকর্ষণ করা যায়, সেই বিষয়গুলো তুলে ধরেন তিনি।

এই সিরিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালাগুলো প্রত্যক্ষভাবে পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মৃদুল পাল।

সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাই ঈদের ছুটিতে দক্ষতা অর্জন করুন; যাতে পরবর্তী সময়ে চাকরির বাজারে বন্ধুসভার বন্ধুরা এগিয়ে থাকতে পারেন। সেশনগুলোর মাধ্যমে আমরা নিজেরাও অনেক কিছু শিখতে পেরেছি। চেষ্টা থাকবে দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে।’

৪ এপ্রিল শুরু হওয়া এই সেশনগুলোতে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রশিক্ষণ সম্পাদক, জাবি বন্ধুসভা