ইংরেজিতে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে ‘ইউনিটি উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল’, অর্থাৎ ‘একতায় উত্থান, বিভেদে পতন’। ঠিক যেন কথাটিরই সাক্ষী হচ্ছে দেশবাসী।
বিগত কয়েক দিনে সারা দেশে ছাত্র-জনতা বারবার এই কথার যথার্থতা প্রমাণ করেছে। দেশের প্রয়োজনে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য বিভিন্নভাবে এগিয়ে আসছেন। সিলেটেও এর ব্যতিক্রম ঘটেনি। গত কয়েক দিন পুরো শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৯ আগস্ট শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কের পাশে থাকা রংচটা দেয়ালগুলো সংস্কারে নামেন। সবাই যে যাঁর মতো করে গণ–অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান, গ্রাফিতি ও আন্দোলনের বিভিন্ন ছবি রংতুলির সুনিপুণ ছোঁয়ায় এঁকেছেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ ও মনোবল বাড়াতে তাঁদের পাশে ছিল সিলেট বন্ধুসভা।
সিলেটের রিকাবিবাজার এলাকায় শিক্ষার্থীদের মধ্যে খাওয়ার পানি ও বিস্কুট বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা। এ সময় একই স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্তব্যরত স্বেচ্ছাসেবকদের মধ্যেও এগুলো বিতরণ করা হয়। কয়েকজন বন্ধু ট্রাফিক নিয়ন্ত্রণেও সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন বন্ধু অন্তর শ্যাম, সমীর বৈষ্ণব, লাবাহ্ সুন্নাহ, দেব রায়, সাবাহ্ সুন্নাহ, রেজাউল হক, শেখ ফয়সাল, আরিফা হক, সাজন বিশ্বাস, মাজেদুল ইসলাম, শ্রেয়ান ঘোষ, নাহিয়ান রহমান, সৈয়দ সালমান হাসানসহ অন্য বন্ধুরা।
সভাপতি, সিলেট বন্ধুসভা