পরিবেশ নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার কর্মশালা ‘গ্রিন মাইন্ডসেট’
পরিবেশ কী? পরিবেশের উপাদান কী কী এবং এদের বর্তমান অবস্থা কেমন—এসব বিষয় নিয়ে ‘গ্রিন মাইন্ডসেট’ শিরোনামে কর্মশালা করে চট্টগ্রাম বন্ধুসভা। ২৫ অক্টোবর প্রথম আলো চট্টগ্রাম অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালা ২০ বন্ধু অংশ নেন। তাঁরা দুইটি দলে বিভক্ত হয়ে ‘পরিবেশের ক্ষতির কারণ ও আমার দ্বারা সংগঠিত পরিবেশের ক্ষতি’ খুঁজে বের করে এবং তা উপস্থাপন করেন। একইসঙ্গে চলে প্রশ্নোত্তর পর্ব।
দ্বিতীয় ধাপে ছিল গ্রিন মাইন্ডসেট নিয়ে আলোচনা। যেখানে গ্রিন মাইন্ডসেট গুণসম্পন্ন মানুষ কেন হতে হবে এবং এর ফলে একজন মানুষের মনোভাব কেমন হয় তা আলোচনা করা হয়।
সবশেষে পরিবেশ রক্ষায় আমাদের কি করা উচিৎ? এবং আমাদের কোন কাজগুলো প্রকৃতির নিয়মের বিপরীত তা লিখো-এর ওপর আরেকটি দলগত কাজ হয়। দলগত কাজটি উপস্থাপনের মাধ্যমে তিন ঘণ্টার কর্মশালার সমাপ্তি ঘটে।
কর্মশালার সমন্বয়ক ছিলেন ঊষা বিনতে হোসাইন ও মঈনুদ্দীন চৌধুরী। পরিচালনা করেন ইকবাল হোসেন।
প্রচার সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা