কুলাউড়া বন্ধুসভার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কুলাউড়া বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে মৌলভীবাজারের কুলাউড়া বন্ধুসভা। ১২ সেপ্টেম্বর ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় ১ হাজার ৩৭টি ও কুলাউড়া বন্ধুসভার নিজস্ব উদ্যোগে আরও ২০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করেন বন্ধুরা।

১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত কুলাউড়া শহরের বালিকা স্কুল, মাতাব ছায়েরা উচ্চবিদ্যালয়, গাজীপুর চা–বাগান মসজিদ ও কবরস্থান প্রাঙ্গণ এবং বন্ধুসভার বন্ধুদের বাড়ির আঙিনায় মোট ৮৩৭টি গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৪০০টি চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা এ এফ এম ফৌজি চৌধুরী, ডা. হেমন্ত চন্দ্র পাল, শহিদুল ইসলাম, নাজমুল বারী, এ কে এম জাবের, কাওছার আহমেদ চৌধুরী, সোহেল আহমদ, সভাপতি আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক রুবেল আহমদ, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আতিকুর রহমান, কার্যনিবাহী সদস্য জাকির চৌধুরী, রাহাদ আহমেদ, রিমন আহমেদ প্রমুখ।

সভাপতি, কুলাউড়া বন্ধুসভা