জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রম বাস্তবায়ন করেছে জামালপুর বন্ধুসভা। ২৬ মার্চ বেলা ১১টায় জেলা সদরের মুকুন্দবাড়ি এলাকায় প্রথম আলো অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন মুকুন্দবাড়ি এলাকার ৬০টি শিশুকে নতুন পোশাক ও তাদের পরিবারের জন্য ঈদ খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা। নতুন পোশাক ও খাদ্যসামগ্রী পেয়ে পরিবারগুলো খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
শিশু ও অভিভাবকদের উদ্দেশে প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ বলেন, ‘ঈদ শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। আমাদের এই সামান্য উপহার আপনাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছি।’
পোশাক উপহার দেওয়ার পাশাপাশি বন্ধুসভার সদস্যরা ব্যক্তিগতভাবেও অসংখ্য নিম্ন আয়ের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিচ্ছেন।
সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা