ভালোবাসা দিবসে রম্যবিতর্ক

বরিশাল বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্যে ‘প্রেম করার চেয়ে, মুরগি পালা ভালো’ শিরোনামে রম্যবিতর্কের আয়োজন করে বরিশাল বন্ধুসভাছবি: বন্ধুসভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি আছে—‘আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি প্রেম।’ আর প্রেম মানে ভালোবাসা। ১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বরিশাল বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্যে ‘প্রেম করার চেয়ে, মুরগি পালা ভালো’ শিরোনামে রম্যবিতর্কের আয়োজন করেছে বরিশাল বন্ধুসভা।

বিকেল ৪টায় বিএম কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। দুটি দলে ভাগ হয়ে বিতর্কে অংশ নেন বন্ধুরা। পক্ষ দলে ছিলেন বরিশাল বন্ধুসভার জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাইমা সুলতানা, বিএম কলেজ ডিবেটিং ক্লাবের বিতার্কিক সানজিদা আক্তার ও  মোহাম্মদ তুহিন। বিপক্ষ দলে ছিলেন বরিশাল বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান, ম্যাগাজিন সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও বিএম কলেজ ডিবেটিং ক্লাবের বিতার্কিক মো. শহীদুল্লাহ। মডারেটর ছিলেন বরিশাল বন্ধুসভার সভাপতি নাঈম ইসলাম।

বিতর্ক শেষে বিতার্কিকেরা
ছবি: বন্ধুসভা

প্রেমের পক্ষে বলতে গিয়ে বিতার্কিকেরা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করেন। প্রেমের পক্ষে ইসরাত জাহান বলেন, ‘প্রেম স্বর্গ থেকে আসে। প্রেম সুন্দর ও পবিত্র। প্রেমের মড়া জলে ডোবে না, প্রেমে সবাই পড়ে গোপনে আর প্রকাশ্যে। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। তাই মুরগি পালার চেয়ে প্রেম করা ভালো! প্রেমময় পৃথিবী চাই।’

বিপক্ষে যুক্তি দিতে গিয়ে নাইমা সুলতানা বলেন, ‘প্রেম মানে ছ্যাঁকা, খেয়ে হয়ে যায় সবাই ব্যাঁকা। প্রেম মানে ছলনা, পকেটে টিস্যু ছাড়া আর কিছু থাকে না। তাই প্রেম করার চেয়ে মুরগি পালা ভালো।’

পরিশেষে মডারেটর প্রেমের পক্ষে–বিপক্ষে বিভিন্ন কথা বলেন এবং ফলাফল দর্শকদের হাতে ছেড়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএম কলেজ ডিবেটি ক্লাবের সাবেক সভাপতি সাবিদুল ইসলাম, বরিশাল বন্ধুসভার সাধারণ সম্পাদক নাইমা রহমান, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তনুশ্রী দত্ত, অর্থ সম্পাদক হাসান উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ আমন্ত্রিত অতিথি, ডিবেটিং ক্লাবের বিতার্কিক, বন্ধুসভার বন্ধু এবং শিক্ষার্থীরা।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা