ডিআইইউ বন্ধুসভার পাঠচক্রে ‘মরিসাকি বইঘরের দিনগুলি’
সাতোশি ইয়াগিসাওয়ার ‘মরিসাকি বইঘরের দিনগুলি’ বই নিয়ে পাঠচক্র করেছে ডিআইইউ বন্ধুসভা। ৭ ফেব্রুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস গার্ডেন প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
বইপ্রেমী ও সংগঠনের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে এটি জ্ঞানগর্ব ও গঠনমূলক আলোচনায় পরিণত হয়। পাঠচক্রে বন্ধুরা নিজেদের পাঠ-অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন।
পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মপরিকল্পনা ও উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। দিকনির্দেশনা ও পরিকল্পনা নিয়ে কথা বলেন সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক আদিল সরকার।
বন্ধু, ডিআইইউ বন্ধুসভা