চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার গানের আসর
বন্ধুদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়াতে গানের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৮ এপ্রিল বিকেলে প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ অফিসে এটি অনুষ্ঠিত হয়। পুরোনো বাংলা শ্রুতিমধুর গান পরিবেশনের মধ্য দিয়ে আসর জমিয়ে তোলেন বন্ধুরা।
শাহ আবদুল করিমের ‘গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান’ এবং ‘বকুল ফুল বকুল ফুল’ গানটি পরিবেশন করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম। প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি শোনান বন্ধু আসেফ উৎস। ‘নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে’ এবং পুরোনো সিনেমার কিছু গানের সংমিশ্রণে ফিউশন গান পরিবেশন করেন বন্ধু মাহমুদা আক্তার ও সাদিয়া কুলসুম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা