অসচ্ছল পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বন্ধুদের উদ্যোগ

৪৫ শিশুকে নতুন রঙিন জামা উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

স্বামী হারা বিধবা নারী জাহানারা বেগম দুই কন্যাসন্তানের জননী। এক সন্তান আবার প্রতিবন্ধী। অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন। উতপ্ত এই রোদে কাজ করে সংসার চালান এবং দুটো সন্তান ও শাশুড়ির ভরণপোষণ করেন। নারী হওয়ায় মজুরি কম পান। অনেক দিন ধরে মাংস কিনতে পারেন না। ঠাকুরগাঁও বন্ধুসভার খাদ্যসহায়তা পেয়ে তিনি বলেন, ‘ঈদের দিন মুই গোস্ত দেহেনে আরাম করে চাইরটা ভাত খাবা পারিম।’ তাঁর মেয়েকেও ঈদের নতুন জামা দেওয়া হয়েছে।

১৭ এপ্রিল জেলা শহরের আশ্রমপাড়ায় ঠাকুরগাঁও বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির আওতায় ১০০টি পরিবারকে খাদ্যসামগ্রী এবং ৪৫ শিশুকে নতুন রঙিন জামা উপহার দেওয়া হয়। এ ছাড়া কর্মসূচির মোট বাজেটের ৩০ শতাংশ দেওয়া হয় বন্ধুসভার যেসব সদস্য অসচ্ছল তাঁদের পরিবারকে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, সেমাই, লবণ, গরম মসলা, কনডেন্সড মিল্ক ও সোনালি মুরগি।

ঈদের আনন্দ হোক সবার
ছবি: বন্ধুসভা

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাসরিন জাহান, সালেহা খাতুন, ফেরদৌস আরা, সহসভাপতি ফরহাদুল ইসলাম, লায়লা ফেরদৌস, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা শোভা, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শিহাব, নুসরাত জাহান, নুসরাত রিমসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা