চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষ বিতরণ

গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান,
প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ আদিপ্রাণ।’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বৃক্ষবন্দনা’ কবিতায় এভাবেই গাছপালার বর্ণনা করেছেন। বৈশ্বিক উষ্ণায়নের এ যুগে নির্বিচারে বৃক্ষনিধনের ফলে পৃথিবী আক্রান্ত হচ্ছে প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগে। সেটি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

৩ আগস্ট বুধবার ‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ প্রতিপাদ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের পাঁচ শতাধিক চারা রোপণ ও বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। হাটহাজারী পার্বতী মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে কিছু চারা রোপণ ও বাকিগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা।

বৃক্ষ হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

সেখানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শহিদুল আলম, হাটহাজারী পার্বতী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ চবি বন্ধুসভার বন্ধুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষ বিতরণ
ছবি: বন্ধুসভা

গাছের চারা উপহার পেয়ে খুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বন্ধু ইব্রাহীম আলী বলেন, পরিবেশ রক্ষায় কিছু করতে পেরে ভালো লাগা কাজ করছে। বৃক্ষ বিতরণের সময় হাতে গাছের চারা পেয়ে স্কুলের বাচ্চাদের উচ্ছ্বসিত হওয়া দেখতে পারাটা আনন্দের।

মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা