নারী দিবসে ভৈরব বন্ধুসভার অনলাইন কুইজ প্রতিযোগিতা

ভৈরব বন্ধুসভার অনলাইন কুইজ প্রতিযোগিতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা করেছে ভৈরব বন্ধুসভা। ৮ মার্চ রাত ১০টায় এটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সাধারণ সম্পাদক এরফান হোসেন বলেন, ‘এবারে পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত নিই, যেখানে অংশগ্রহণ ছিল দারুণ উৎসাহব্যঞ্জক।’

উপদেষ্টা সুমাইয়া হামিদ বলেন, ‘ভৈরব বন্ধুসভায় নারী ও পুরুষ বন্ধুরা স্বস্তির পরিবেশে কাজ করছেন। নারী দিবসের আয়োজনে আমাদের পুরুষ বন্ধুরাই সমন্বয় করেছেন, সহযোগিতাই তো নারী দিবসের প্রকৃত বার্তা।’

সভাপতি জান্নাতুল মিশু বলেন, ‘ভৈরব বন্ধুসভা বছরজুড়ে বিভিন্ন আয়োজন করে থাকে। নারী দিবসের আয়োজনটি বরাবরই গুরুত্বপূর্ণ। ভৈরব বন্ধুসভায় যুক্ত হওয়ার পর থেকে নারী দিবসের বিভিন্ন আয়োজন দেখে আসছি। অফলাইনে নানা কার্যক্রম হয়েছে, এখন অনলাইন আয়োজনের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে, যা খুবই ইতিবাচক।’

শিগগিরই বিজয়ীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। পুরস্কার হিসেবে থাকবে বই। অনলাইন কুইজ প্রতিযোগিতার সার্বিক সমন্বয়ে ছিলেন বন্ধু নাহিদ হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, ভৈরব বন্ধুসভা