জাককানইবি বন্ধুসভার বিতর্কবিষয়ক কর্মশালা
বিতর্কবিষয়ক কর্মশালা করে জাককানইবি বন্ধুসভা। ৭ অক্টোবর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন বন্ধু সানজিদা শেখ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বিতর্কের মৌলিক নিয়মাবলি, কৌশল ও যুক্তি প্রয়োগের পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন বিতার্কিক ও বন্ধুসভার সহসভাপতি আতিয়া শার্মিলা।
বন্ধুরা বলেন, ‘বন্ধুসভার এই উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সমালোচনামূলক চিন্তাধারাকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’
কর্মশালায় উপস্থিত ছিলেন জাককানইবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, অর্থ সম্পাদক আকিব হোসেন, দপ্তর সম্পাদক কর্ণজয় ত্রিপুরা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শ্রাবণী রানি সরকার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মারুফা ইয়াসমিন, পরিবেশ ও সামাজকল্যাণ সম্পাদক ইশরাত জাহান, বইমেলা সম্পাদক রাকিবুল হাসানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, জাককানইবি বন্ধুসভা