এসএসসি পরীক্ষার্থী মিতুর মুখে হাসি ফোটাল ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা

মিতুর হাতে উপহার তুলে দিচ্ছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে এক দরিদ্র ও অসহায় এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষাসামগ্রীসহ পরীক্ষার ফি প্রদান করেছেন। ৩ নভেম্বর বেলা ১১টার দিকে শহরের পূর্ব মেড্ডা এলাকায় ওই শিক্ষার্থীর বাসায় এই সহায়তা পৌঁছে দেন তাঁরা।

এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থীর নাম মিতু দাস প্রিয়া। সে শহরের পূর্ব মেড্ডা এলাকার প্রয়াত রতন চন্দ্র দাস ও শিউলি রানী দাসের মেয়ে। আসিফ টিউটোরিয়াল অ্যান্ড হাইস্কুলের দশম শ্রেণির ব্যবসা শাখার শিক্ষার্থী। তিন বছর আগে মিতুর বাবা মারা যান। এরও আগে মিতুর চার ভাই ও এক বোন মারা যান। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষা দেবে।

বন্ধুসভার পক্ষ থেকে মিতুকে এক রিম খাতা, কলম, পেনসিল, ইরেজার, জ্যামিতি বক্স, সায়েন্টিফিক ক্যালকুলেটর ও এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য অর্থ প্রদান করা হয়। মিতুর মা শিউলি রানী দাস কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিন বছর আগে ওনার স্বামী মারা যান। এর পর থেকে তিনি পরিবারের হাল ধরেন। একটি এনজিও সংস্থা ও দুটি মেসে রান্না করে যা আয় করেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালান। মিতুর পড়ার খরচ চলে অন্যের সহায়তায়।

মিতু দাস বলেন, ‘এই সহযোগিতা পেয়ে আমি অনেক খুশি। এটা আমি সারা জীবন মনে রাখব।’ বন্ধুসভার পক্ষ থেকে মিতু ও তাঁর পরিবারকে আগামী দিনেও সহায়তা করা হবে বলে আশ্বস্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সহসভাপতি আরেফিন শোভন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, অর্থ সম্পাদক অনন্যা সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক তুলী গোস্বামী ও ফাহমিদ জেনি।