সিলেটে গাছ লাগালেন বন্ধুরা

গাছের চারা রোপণ করছেন দুই বন্ধু
ছবি: বন্ধুসভা

জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বায়ুর গুণমান উন্নত করার অন্যতম কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়েছে সিলেট বন্ধুসভা। নগরের কাজির বাজার এলাকার শাহপরান সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির সমন্বয়ক সিলেট বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাবা জাহান বলেন, ‘বর্তমান সময়ে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটির হার কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজ আমরা মোট ৩০টি ঔষধি ও ফলদ গাছ রোপণ করেছি।’

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

যুগ্ম সাধারণ সম্পাদক দেব রায় সৌমেন বলেন, ‘এই বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে আমরা একটি টেকসই ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপ নিচ্ছি এবং পরিবেশ রক্ষার উত্তরাধিকার তৈরি করছি। আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব।’

আয়োজনে সহযোগিতা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এডমিন শাখার উম্মতে মোহাম্মদ সারওয়াত ও সিলেট বন্ধুসভার উপদেষ্টা শাহ সিকান্দার শাকির। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু অন্তর শ্যাম, ফয়সাল আহমদ ও পিয়াস সরকার।

সভাপতি, সিলেট বন্ধুসভা