রায়গঞ্জে ঈদের খাদ্যসামগ্রী উপহার

রায়গঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ৪ এপ্রিল নিজস্ব অর্থায়নে এগুলো বিতরণ করেন রায়গঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

এদিন উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের মধ্যে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল মুরগি, তেল, পোলাওয়ের চাল, সেমাই, গুঁড়া দুধ, সাবান, মসলা, মরিচ, পেঁয়াজ, আদা ইত্যাদি।

ঈদবাজার হাতে পেয়ে দারুণ খুশি উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন গ্রামের নুরজাহান বেগম (৫০)। তিনি বলেন, ‘ঈদের আর বেশি দিন নেই। ঈদের দিন কী খামু, তা নিয়া চিন্তায় আছিলাম। আপনারা বাড়িতে আইসা এসব দিয়া গেলেন। আর কোনো চিন্তা নাই।’

একই গ্রামের মর্জিনা খাতুন (৬০) বলেন, ‘না চাইতেই এত কিছু পাওয়া যায়, জানতাম না। আপনাদের দেওয়া ঈদের বাজার পেয়ে দুশ্চিন্তামুক্ত হলাম। ঈদটা ভালোভাবেই কাটবে।’ একই ধরনের কথা বলেন উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের বিধবা হামজেলা খাতুন (৬২) ও নসিমন বেগম (৬৭)।

বিতরণ কাজে অংশ নেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীরসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, রায়গঞ্জ বন্ধুসভা