বিজয় দিবসে বীর শহীদদের প্রতি কুষ্টিয়া বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবদান ও তাঁদের আত্মত্যাগকে স্মরণ করেছে কুষ্টিয়া বন্ধুসভা। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে জেলা শহরের কালেক্টরেট চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বন্ধুরা বলেন, ‘যে বীর সৈনিকদের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে, যাঁদের নেতৃত্ব বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করেছে, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। মহান মুক্তিযুদ্ধের সৈনিকদের প্রতি ভালোবাসা ও সম্মান রেখে তরুণোদয়ের নতুন আলোয় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুন, অর্থ সম্পাদক মো. জসিম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মো. আহাদ, বন্ধু ইমাম মেহেদী, সাকিব হোসেন, শিহাব উদ্দিনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা