‘প্রথম আলোর প্রতি মানুষের আস্থা বেশি’

প্রথম আলো ২৪ বছর ধরে সত্য তথ্য প্রকাশ করে আসছে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করেনি। এ জন্য তাদের প্রতি মানুষের আস্থা বেশি। ১০ নভেম্বর গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলোর পাঠক সমাবেশে এসে অতিথিরা এসব কথা বলেন।

গাইবান্ধা বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠানে এদিন বক্তারা আরও বলেন, প্রতিদিন সকালে অসংখ্য ছাপা কাগজ পড়ার পরও প্রথম আলোর খবরটিতে বিশ্বাস রাখেন। তারা তাদের সততা দিয়ে পাঠকের হৃদয়ে বিশ্বাসের জায়গা করে নিয়েছে। এ ছাড়া প্রথম আলোর সামাজিক নানা কাজও মানুষের মধ্যে প্রেরণা জোগায়।

বক্তব্য দেন সাংবাদিক গোবিন্দলাল দাস, কে এম রেজাউল হক, আবেদুর রহমান, অমিতাভ দাস, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, আইনজীবী সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল ইসলাম, সংগঠক শাহরিয়ার আহমেদ, জাহাঙ্গীর কবীর, প্রবীর চক্রবর্তী, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মিল্লাত হোসাইন।

আলোচনা পর্ব শেষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিরা। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গান গেয়ে শোনান জিয়াউর রহমান, শামীম ইয়াসার ও রিতা আক্তার। কবিতা আবৃত্তি করেন সোহেল রানা, রেহেনা আক্তার, তাসনিম, তাহানি, ফারজানা ও ইশরাত জাহান।

সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা