‘সত্য প্রকাশ প্রথম আলোর বড় শক্তি’

পুরস্কার হাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: বন্ধুসভা

‘সত্য ও তথ্য’—দুটিই বড় কঠিন বিষয়। প্রথম আলো দীর্ঘ দুই যুগ ধরে বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে পাঠকদের এই সত্য তথ্য দিচ্ছে। সত্য প্রকাশ প্রথম আলোর বড় শক্তি। প্রথম আলো শুধু নির্ভীক এক খবরের কাগজ নয়, তার চেয়েও বেশি কিছু। শুরু থেকেই পত্রিকাটি সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে আসছে। যে কারণে প্রথম আলো এখন পৃথিবীর বৃহৎ বাংলা গণমাধ্যম। আমরা প্রথম আলোর তথ্যেই বিশ্বাস রাখি।

সিরাজগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ৯ নভেম্বর বুধবার সকালে পৌর শহরের সরকারি শিশু পরিবার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠানজুড়ে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, শুভেচ্ছা কথামালা, গান, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি পরিবেশনা।

আলোচনা পর্বে বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আরিফুল গণি, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা হেলাল আহমেদ, আইয়ুব আলী, বেসরকারি ব্যাংক কর্মকর্তা কামরুল হাসান, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক হাসান শরীফ, কবি স্বর্ণকমল প্রমুখ। সঞ্চালনা করেন বন্ধু লিপা রায়।

সিরাজগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি: বন্ধুসভা

কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্য হতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে পৌর শহরের বাহির গোলা মহল্লায় শাহিন স্কুল মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৪৫ জন প্রতিযোগী অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধের ওপর নানারকম চিত্র তুলে ধরে। পুরস্কৃত করা হয়েছে পাঁচজনকে। পুরস্কার পেয়েছে ফাল্গুনী আক্তার, কানিজ ফাতেমা, তাসরিফা আলিজা, সাদমান সাকিব ও শারা বান তহুরা।

সভাপতি, সিরাজগঞ্জ বন্ধুসভা