আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষাশহীদদের স্মরণে সকালবেলা প্রভাতফেরিতে অংশগ্রহণের মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা। ২১ ফেব্রুয়ারি কলেজের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর এমসি কলেজ বন্ধুসভা পরিচালিত এবিসি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ‘এসো বর্ণমালার শুদ্ধ উচ্চারণ শিখি ও লিখি’ প্রতিপাদ্যে একটি বর্ণমালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বর্ণমালার শুদ্ধ উচ্চারণ ও সঠিকভাবে লেখার জন্য প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার।
প্রথম পর্বে উপস্থিত শিশুদের বর্ণমালার শুদ্ধ উচ্চারণরীতি শেখানো হয়। সঠিক উচ্চারণ শেখানোর পরবর্তী পর্যায়ে সবাইকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ খাতায় লেখানো হয়।
প্রশিক্ষক লিমা তালুকদার বলেন, ‘ভাষাকে সহজ-সাবলীল, মাধুর্যময় ও ঐশ্বর্যময় করাই উচ্চারণ। বাংলা ভাষায় বিশুদ্ধ বা প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা নিজ নিজ সমাজে নিজ নিজ ভাষা ব্যবহার করলেও শিক্ষিত পরিবেশে, আনুষ্ঠানিক পরিমণ্ডলে, সর্বস্তরে পাঠ্যবই, সংবাদপত্র, প্রকাশনালয়, অফিস-আদালতে, ব্যবসাপ্রতিষ্ঠান সর্বত্র প্রমিত চলিত ভাষার প্রচলন রয়েছে। বেতার, টিভি, বক্তৃতামঞ্চ ইলেকট্রনিক মিডিয়া—সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে বাংলা ভাষায় প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে।’
উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার সভাপতি অন্তর শ্যাম। তিনি বলেন, ‘বাংলা বর্ণমালা নিয়ে এমসি কলেজ বন্ধুসভার এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। বন্ধুদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
এমসি কলেজ বন্ধুসভার সভাপতি সুমন মিয়া বলেন, ‘যে বাংলা ভাষার জন্য বাঙালিরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই ভাষার সম্মানার্থে অবশ্যই আমাদের সঠিক উচ্চারণ করা উচিত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাগর বিশ্বাস, দিলীপ চন্দ্র রায়, শৈলেন্দ্র মোহন, আব্দুল বাসিত, নিকসন দাশ, সুজন তালুকদার, উত্তম দাস, সিলেট বন্ধুসভার বন্ধু শাহ সিকান্দার শাকির, হুমাইরা জাকিয়া, শেখ ফয়সাল, এমসি কলেজ বন্ধুসভার বন্ধু ফারহানা লিমা, সহসভাপতি শামস উদ দোহা, সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, উত্তম ঘোষ, প্রচার সম্পাদক আনিসুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক উদয় সরকার, দপ্তর সম্পাদক রুবেল ফারহিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল, বইমেলা সম্পাদক নুসরাত মৌসুমি, প্রশিক্ষণ সম্পাদক প্রজ্ঞা চোধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শারমিন লিপিসহ অন্যান্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা