দেশজুড়ে বন্ধুসভার উদ্যোগে বইমেলা

ভৈরব বইমেলায় বন্ধুসভার স্টলে পাঠকের ভিড় ছিল সর্বক্ষণছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত বইমেলার জন্য লেখক, পাঠক ও সাহিত্যানুরাগীরা সারা বছর ধরে অপেক্ষা করেন। বইমেলার পুরোটা সময় শিক্ষার্থী, সাহিত্যানুরাগী ও সংস্কৃতিকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ প্রতিদিন বইমেলায় আসেন এবং মেলা চত্বরে আনন্দ-আড্ডায় মেতে ওঠেন। সিলেট বইমেলায় আসা পাঠকেরা এভাবেই নিজেদের অনুভূতি জানান।

সিলেট বন্ধুসভার উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ থেকে ১৭ ফেব্রুয়ারি চলে ১৫ দিনব্যাপী বইমেলা। দশমবারের মতো এ মেলার আয়োজন করে বন্ধুসভা। বন্ধুসভার আয়োজন হলেও এ মেলাকে নিজেদের আয়োজন বলেই মনে করে সাহিত্য-সংস্কৃতিকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সৈয়দপুর বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত বইমেলায় মাঠজুড়ে এক–একটি স্টলে আগত দর্শনার্থীরা জটলা বেঁধে পছন্দের বই দেখেন, কেনেন
ছবি: বন্ধুসভা

নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী বন্ধুসভা বইমেলা অনুষ্ঠিত হয়। শহরের বিমানবন্দর সড়কের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে সৈয়দপুর বন্ধুসভার আয়োজনে ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি চলে এই মেলা।

কিশোরগঞ্জের ভৈরবে ১৭ থেকে ২৪ ফেব্রুয়ারি আট দিনব্যাপী বইমেলায় ‘ভৈরব বন্ধুসভা বইঘর’ নামের স্টল দেন ভৈরবের বন্ধুরা। কয়েক বছর ধরেই ভৈরব বন্ধুসভা বইঘর পাঠকের কাছে জনপ্রিয়। প্রথমা প্রকাশনসহ নামীদামি প্রকাশনা সংস্থার বইয়ে ঠাসা বন্ধুসভা বইঘরে কাঙ্ক্ষিত বই খুঁজে নিতে প্রতিদিন হাজারো পাঠকের ভিড় জমে। পাঠক শাহরিয়ার জিসান বলেন, ‘বন্ধুসভা বইঘরকে এখন আপন ঘরের মতোই মনে হয়। দীর্ঘ ছয় বছর ধরে এখান থেকে বই নিই।’

এ ছাড়া ভাষার মাসে এরই মধ্যে নিজেদের উদ্যোগে বইমেলার আয়োজন কিংবা স্থানীয় কর্তৃপক্ষ আয়োজিত বইমেলায় স্টল নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন বন্ধুসভা। এসব মেলায় নামীদামি দেশি-বিদেশি লেখকদের বাংলা ও অনুবাদ বইয়ের সম্ভার নিয়ে স্থানীয় পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে জামালপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটিয়া, লালপুর, গাইবান্ধা, নওগাঁ, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বন্ধুসভা। এসব আয়োজনে বই সরবরাহ করে সহযোগিতা করছে প্রথমা প্রকাশন।

ঠাকুরগাঁও বন্ধুসভার বইঘরে সব ধরনের পাঠকের জন্য বই রাখা হয়
ছবি: বন্ধুসভা

এ বছর সারা দেশের বিভিন্ন বন্ধুসভার উদ্যোগে স্থানীয়ভাবে বইমেলা আয়োজনের জন্য বিশেষভাবে উৎসাহ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে জাতীয় পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে মাসের শুরুতেই পর্ষদের পক্ষ থেকে বইমেলা আয়োজনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রতিটি বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘স্থানীয় মানুষদের বই পড়ায় উৎসাহিত করতেই এই উদ্যোগ। কেবল ফেব্রুয়ারি নয়, বছরজুড়েই এই মেলা করা যাবে। যেসব বন্ধুসভা এ মাসে মেলার আয়োজন করতে পারেনি, তারা আগামী দিনে নানা সময়ে বইমেলা করার উদ্যোগ নিচ্ছে।’

প্রথমা প্রকাশনের সমন্বয়ক মেরিনা ইয়াসমিন এ বিষয়ে অকুণ্ঠ সমর্থন ও সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এ বছর সারা দেশে অন্তত ৫০টি বন্ধুসভায় বইমেলা আয়োজনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, বন্ধুরা বইমেলা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী বাংলা বই পড়ার আন্দোলন আরও বিস্তৃত করবেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাতীয় পরিচালনা পর্ষদ