রমজান মাস এলেই ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। তবে এই আনন্দের সঙ্গে সঙ্গে উৎকণ্ঠাও বেড়ে যায় নিম্ন আয়ের মানুষের। পরিবারের ছোট অবুঝ শিশুটির নতুন জামার বায়নার চিন্তায় থাকেন মা–বাবা। এই উৎকণ্ঠাকে একটু কমিয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবতার কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দিনাজপুর বন্ধুসভা।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ৬০ শিশুর মধ্যে নতুন রঙিন জামা ও ১১৫টি পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বন্ধুরা। ২৫ মার্চ দিনাজপুর সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বেলবাড়ি গুচ্ছগ্রাম এলাকা ও স্থানীয় কিছু গৃহকর্মীর মধ্যে এগুলো বিতরণ করা হয়।
ঈদের জামা হাতে পেয়ে ভীষণ খুশি শিশু আলামিন (৮)। জামা হাতে এক দৌড়ে বাবার কোলে। অনুভূতি প্রকাশ করে আলামিনের বাবা বলেন, ‘খুবই ভালো লাগছে। এবার ছেলেটার জন্য ঈদের জামা কেনা হয়নি। আপনারা একটা জামা দিলেন। ছেলেটা ভীষণ খুশি হয়েছে।’
উপহারের প্যাকেট খুলে জামা গায়ে জড়িয়ে দেখছিল তাসনিম আক্তার (১২)। চোখেমুখে আনন্দের ঝিলিক। বাবা ভাড়ায় অটোরিকশা চালান। মা কৃষিশ্রমিক। তাসমিন আক্তার বলে, ‘খুবই ভালো লাগছে। নতুন জামা পেলাম। গ্রামের সব ছেলেমেয়েরা নতুন জামা উপহার পেয়েছি। ঈদের দিন সবাই নতুন জামা পরতে পারব। খুবই আনন্দ লাগছে।’
ঈদ উপহারসামগ্রী হিসেবে এবার বন্ধুরা দিয়েছে সেমাই, আতপ চাল, চিনি, গুড়া দুধ, মসুর ডাল ও সয়াবিন তেল। উপহারের প্যাকেট হাতে খলিলুর রহমান (৮০) বলেন, ‘দুই ছেলে আমার। কষ্ট করে সংসার চালাচ্ছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। সারা দিন চেয়ারে বসে থাকি। আমরা তেমন কিছু পাই না। আল্লাহ তোমাদের মঙ্গল করুক।’
শিশু ও অভিভাবকদের উদ্দেশে দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক ডিসি রায় বলেন, ‘শিক্ষার্থী বন্ধুরা নিজেদের উদ্যোগে ও অর্থায়নে আজকের এ আয়োজন করেছে। আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাঁদের এ আয়োজন। অর্থের বিনিময়ে বন্ধুরা সবকিছু কিনতে পারবে, কিন্তু আপনাদের দোয়া কিনতে পারবে না। আপনারা প্রাণভরে তাঁদের জন্য আশীর্বাদ করবেন।’
উপদেষ্টা শাহজাহান সাজু বলেন, ‘বন্ধুসভা একটি পাঠক সংগঠন। কিন্তু এর বাইরেও কিছু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আজ এ কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে খুবই গর্বিত বোধ করছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা রাজিউল ইসলাম, সভাপতি শবনম মুস্তারিন, সহসভাপতি দিপু রায়, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, দপ্তর সম্পাদক আল আমিন, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মুনিরা শাহনাজ চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আল আমিন, বইমেলা সম্পাদক কৃষ্ণপদ বর্মণ, কার্যনির্বাহী সদস্য সুব্রত সরকার, বন্ধু বীথি আক্তার, ষষ্ঠী চৌধুরী, ইমজামাম, রাকিব সরকার, মিলন রায়, সাদিয়া আফরোজ, পরিণীতা প্রমুখ।
প্রশিক্ষণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা