‘প্রথম আলো দেশের বন্ধু, মানুষের বন্ধু’

অনুষ্ঠান শেষে বন্ধুসভার বন্ধুদের একাংশছবি: বন্ধুসভা

‘আমার ভেতর বাইরে অন্তরে অন্তরে, আছ তুমি হৃদয়জুড়ে’ বন্ধু অনিক সরকারের গাওয়া এই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বন্ধুত্বের হৃদয় জোড়ানো একটা সুন্দর সন্ধ্যায় একত্রিত হওয়ার কথা বলছি। বলছি প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কথা। ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে ৯ নভেম্বর ঢাকার প্রথম আলো কার্যালয়ের প্রগতি ভবনের দশম তলায় একত্রিত হয়েছিল ঢাকা মহানগরের ১০টি বন্ধুসভা থেকে আগত শতাধিক বন্ধু।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক অনিসুল হকের কণ্ঠে ‘অবনি বাড়ি আছো’ কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও শুভেচ্ছা বিনিময় করেন বন্ধুরা। ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘প্রথম আলো ২৬ বছরের টগবগে তরুণ।’

বন্ধুসভার বন্ধুরা প্রথম আলোর শক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক
ছবি: বন্ধুসভা

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু হাজান সাদেক। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘প্রথম আলো দেশের বন্ধু, মানুষের বন্ধু। বন্ধুসভার বন্ধুরা প্রথম আলোর শক্তি হিসেবে কাজ করে। দেশের গণ্ডি ছড়িয়ে দেশের বাইরে আলো ছড়াচ্ছে প্রথম আলো।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আব্দুন নূর তুষার বলেন, ‘বন্ধুসভা প্রথম আলোর যে ভালো কাজগুলো সেগুলো করার চেষ্টা করেছে; বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, দুর্যোগ, অ্যাসিড নিক্ষেপ, নারী নির্যাতনসহ নানা বিষয় নিয়ে বন্ধুসভা কাজ করেছে।’

ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক অনিসুল হক
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানের গান পরিবেশন করেন জাতীয় পরিচালনা পর্ষদের পৌলমি অদিতি, হৃদয় সৈকত, ঢাকা মহানগরের অনিক সরকার, মেঘা ঘেতান ও নজরুল সংগীতশিল্পী শম্পা দাস। দলীয় নৃত্য পরিবেশন করেন বন্ধু খাদিজা জান্নাত, শারমিন আরা তিশা ও আনিকা। জাদু প্রদর্শন করেন ক্যামব্রিয়ান বন্ধুসভার আহনাফ তাজোয়ার। সবশেষে ঢাকা মহানগর বন্ধুসভার ২০২৪ সালের কার্যক্রমগুলো একটি ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, সাফিন উজ জামান, সাধারণ সম্পাদক নাঈমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা জান্নাত, প্রশিক্ষণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদা তমা, তথ্য ও যোগাযোগ সম্পাদক ওয়াসিমা তাসনিম, ম্যাগাজিন সম্পাদক আশরাফুর রহমান, কার্যনির্বাহী সদস্য মামুন হোসেন, আতিকুর রহমানসহ অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা