পীরগঞ্জে বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ঈদুল ফিতর উপলক্ষে পীরগঞ্জ বন্ধুসভার উদ্যোগে পাঁচটি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনি, পোলাওয়ের চাল, সেমাই, দুধ, কিশমিশ, বাদাম, খেজুর, মসলা ও তেল।
১৪ এপ্রিল বিকেলে পীরগঞ্জ পৌর প্রিজম ক্যাডেট স্কুল প্রাঙ্গণে বন্ধুসভার বন্ধুরা এসব উপহারসামগ্রী বিতরণ করেন।
উপহার পেয়ে মুসলিমউদ্দীন ও রানী আক্তার বলেন, ‘আমরা তো বুড়া মানুষ, মানুষের চাহে খাই কিন্তু বন্ধুসভার ঈদের উপহার পেয়ে আমরা খুবই খুশি। প্রথম আলো বন্ধুসভা আমাদেরকে ঈদের সামগ্রী দিল। আমরা ঈদের দিনটা ভালোভাবে কাটাইতে পারব। বন্ধুসভার জন্য দোয়া করি।’
পরে পীরগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। প্রিজম ক্যাডেট স্কুল চত্বরে আয়োজনে অংশ নেন বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি, সাধারণ সদস্য ও উপদেষ্টা কাজী নুরুল ইসলাম।
সাধারণ সম্পাদক, পীরগঞ্জ বন্ধুসভা