তাঁদের মুখে হাসি ছড়িয়ে দিলেন বশেমুরকৃবি বন্ধুসভার বন্ধুরা

বশেমুরকৃবি বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

‘আফা আফা, আমারে দুইডা ফুল আঁইকা দেন।’ মেহেদি রঙে হাত রাঙাতে এসে এভাবেই আবদার করে সাত বছর বয়সী সালমা। তার দাদি নসিমন বিবি বলেন, ‘আব্বা, এত কিছু দিছেন! আবুদুব লইয়া সেমাই নুডুল রাইন্ধা জব্বর ঈদ করমু। আল্লায় আমনেগর ভালা করব।’

সহায়-সম্বলহীন কিছু মানুষের মুখে তৃপ্তির হাসি, মেহেদিরাঙা হাতে ফুটফুটে শিশুদের চোখেমুখে উচ্ছ্বাস আর অমূল্য কিছু আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) বন্ধুসভার বন্ধুরা। দরিদ্র মানুষদের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে বন্ধুসভা আয়োজন করে ‘সহমর্মিতার ঈদ’।

ঈদুল ফিতর উপলক্ষে ৫০টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, নুডুলস, সেমাই, দুধ, চিনিসহ অন্যান্য প্রয়োজনীয় ঈদের খাদ্যসামগ্রী। পাশাপাশি ৬০ জনের বেশি শিশুর হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রঙে। মেহেদি ও উপহার পেয়ে মানুষগুলোর আনন্দ-উচ্ছ্বাস ছুঁয়ে যায় প্রতিটি বন্ধুর হৃদয়কে।

বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক মৌসুমী দাস। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কষ্ট করে নিজেদের অর্থায়নে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার দাবিদার। ভবিষ্যতে বন্ধুসভা আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবে বলে আশা করি।’

শিশুদের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রঙে
ছবি: বন্ধুসভা

বশেমুরকৃবি বন্ধুসভার সভাপতি সৌমিক মাহমুদ বলেন, ‘বন্ধুসভার পক্ষ থেকে সব সময় আমাদের চেষ্টা থাকে ভালো কিছু করার। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। ভবিষ্যতেও সবার সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাব।’ উপহার নিতে আসা মানুষের উদ্দেশে সাধারণ সম্পাদক আকিফ বিন সাঈদ বলেন, ‘ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। আপনাদের খুশির ছোট্ট একটি উৎসও যদি হতে পারি, তাতেই আমাদের সার্থকতা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বশেমুরকৃবি বন্ধুসভার উপদেষ্টা রায়হানুল ইসলাম, বন্ধু আসেফ মাহমুদ, রাফসানজানি, রিফাত হোসেন, ওয়াই এস সুমাইয়া, মারজান মাহাবুব, জামিআল হাসিন, শাহরিয়ার মোর্শেদ, ফারিহা আনাম, মোয়াজ্জেম হোসেন, আফসারা তাসনিম, জান্নাতুল ফেরদৌস, আসিফুল আলম, শাহরিয়ার তরফদার, কাজী মারজান হাসান, কারিমা আজাদ, আমিনুল ইসলাম, মহুয়া চক্রবর্তী, রওনক ইসলাম, তাহসীন রশিদ, ফারজানা আমীন, ফারহানা, ফারিয়া সুলতানা, রিমঝিম, শহিদুল, ফাবিয়ান, অনির্বানসহ অন্য বন্ধুরা।

বন্ধু, বশেমুরকৃবি বন্ধুসভা