বিতর্ক হচ্ছে তর্কের খেলা। যার মাধ্যমে একজন বিতার্কিক তাঁর ভাবনাগুলোর প্রতিফলন ঘটাতে পারেন। ‘বিতর্ক’ শব্দটি ল্যাটিন ‘কন্ট্রোভার্সিয়া’ থেকে এসেছে; যার অর্থ ‘বিরোধ’ বা ‘বিপরীত দিকে পরিণত হওয়া’। একটি নির্ধারিত বিষয়ে যুক্তি উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষ দলের কাছে নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। বিতর্কের মাধ্যমে একজন মানুষের চিন্তার পরিধি ঘটে, জ্ঞানের প্রকাশ ঘটে এবং প্রতিপক্ষ দলের প্রতি সম্মান বাড়ে।
শিক্ষার্থীদের মধ্যে এসব গুণের বিকাশ ঘটানোর জন্যই সারা দেশের বিভিন্ন স্থানে বিতর্ক কর্মশালা পরিচালনা করে আসছে প্রথম আলো বন্ধুসভা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ে বিতর্ক কর্মশালা করা হয়। ১৮ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সহযোগী হিসেবে ছিল প্রথম আলো বন্ধুসভা।
কর্মশালায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক উত্তম রয়। বিতর্কের ধরন, কীভাবে যুক্তি খণ্ডন করতে হয়, একজন বিতার্কিক কীভাবে বিতর্ক শেখার মাধ্যমে সেরা শিক্ষার্থী হয়ে উঠতে পারে, বিতর্ককে কীভাবে ব্যক্তিজীবনে কাজে লাগানো যাবে, এসব কৌশল শেখান তিনি।
উত্তম রয় বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, একজন বিতার্কিক বিতর্ক শেখার মাধ্যমে যুক্তিবাদী মানুষ হিসেবে তৈরি হয়। সমাজে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠে।’
এর আগে কর্মশালাটি পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম। উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। কর্মশালায় মডারেটর হিসেবে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা আক্তার। এ ছাড়া অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।