মাতৃভাষা দিবসের কুইজ বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ

পুরস্কার গ্রহণ করছেন এক বিজয়ী
ছবি: বন্ধুসভা

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধুসভা। এতে অংশ নেওয়া ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০ মার্চ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক তাহজিব-উল-ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি আব্দুল মুনয়িম, সাধারণ সম্পাদক ইয়াসিন গাজীসহ অন্য বন্ধুরা।

অধ্যাপক তাহজিব-উল-ইসলাম বলেন, ‘এমন সুন্দর একটি আয়োজনের জন্য বন্ধুসভার সবাইকে ধন্যবাদ জানাই। ডিআইইউ বন্ধুসভা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সংগঠন।’ তিনি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী যেন ডিআইইউ বন্ধুসভার সঙ্গে যুক্ত থাকেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া হারুন-উর-রশিদ নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘প্রথমে ধন্যবাদ জানাই ডিআইইউ বন্ধুসভাকে সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের মেধা বিকশিত করতে পারছি। মাতৃভাষার পাশাপাশি বন্ধুসভা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।’

ম্যাগাজিন সম্পাদক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা