মানুষের যেমন এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, তেমনি রয়েছে পশুপাখিদের। এ মন্তব্য করেন পার্শিয়ান জাতের বিড়াল ‘লুসি’কে জলাতঙ্ক টিকা দিতে আসা জেবা সামিহা।
৬ অক্টোবর ঝিনাইদহ বন্ধুসভার উদ্যোগে ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ মন্ত্রে দীক্ষিত একঝাঁক তরুণ-তরুণী ‘পোষা প্রাণীর ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করে। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি অর্ধশত পোষা প্রাণীর বিনা মূল্যে কৃমিনাশক, জলাতঙ্ক টিকা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সোহাগ তালুকদার ও ডা. ওবায়দুল্লাহ। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও টিকা দিয়ে সহযোগিতা করেছে ঝিনাইদহ পেট ক্লিনিক, রফিক মেডিসিন এবং ফার্মা অ্যান্ড ফার্ম। ডা. ওবায়দুল্লাহ বলেন, এই প্রাণীদের সুস্থ ও সংক্রামক ব্যাধি থেকে মুক্ত রাখতে মাঝেমধ্যে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রত্যেক প্রাণীকে সুস্থ রাখা আমাদের কর্তব্য।
ডা. সোহাগ তালুকদার বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সব প্রাণীর প্রতি ভালোবাসা, মমত্ববোধ জাগ্রত করতে হবে। মানুষ পোষা প্রাণী পালন সম্পর্কে সচেতন হবে, পাশাপাশি জলাতঙ্ক ও সংক্রামক রোগ বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে।
সেবা নিতে আসা অনেকে বলেন, পশুপ্রেমী সংগঠন ও কর্মী থাকা সত্ত্বেও প্রতিনিয়ত পশুদের ওপর নির্মমতা বেড়েই চলছে। বর্তমান আত্মকেন্দ্রিক সমাজে মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। সেখানে এই ধরনের কার্যক্রম নিঃস্বার্থভাবে পশু ও প্রকৃতি প্রেমের দৃষ্টান্ত স্থাপন করে।
প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা