পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সাংগঠনিক সভা
কার্যনির্বাহী কমিটির সদস্য ও নতুন বন্ধুদের নিয়ে সাংগঠনিক সভা করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২৬ জুলাই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। সভায় নতুন বন্ধুরা বন্ধুসভা সম্পর্কে নিজেদের মনোভাব ব্যক্ত করেন।
বন্ধুসভা যে শুধু একটি পাঠক সংগঠন নয়, বরং সমাজসেবা ও সচেতনতায় কাজ করে, সমাজে দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব বিকাশে সহায়তা করে, নতুন চিন্তা ও উদ্যোগকে উৎসাহ দেয়—এর সবই ছিল আলোচনায়।
শেষে কার্যনির্বাহী কমিটির সদস্য ও নতুন বন্ধুরা শুভেচ্ছা বিনিময় ও একে অপরের সঙ্গে পরিচিত হন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিগম সেন ও সহসভাপতি সনিয়া দীপ্তি।
সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি তুষার চন্দ্র, সহসভাপতি মানস প্রতিম মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান ও আশিক মাহমুদ, সহসাংগাঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক অভিষেক সরকার, ম্যাগাজিন সম্পাদক ইতি খাতুন, সাংস্কৃতিক সম্পাদক আবদুল কাদের, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রিমন হোসেন, বইমেলা সম্পাদক অরুপ কুমার, কার্যনির্বাহী সদস্য আছিয়া স্বর্ণা, শর্মিলা ইসলাম ও নাফিউল শেখ।
নতুন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুন্নবী সিয়াম, সানজিদা আরা সোয়া, কনিকা শেখ, তামজিদ আলিফ, নাঈম বাবু, মনতাসির হোসেন, অর্পিতা সরকার, কথা দাস, তোয়া খাতুন, সুবাইতা, তাসনিম জারিন, মেহেরুন্নেসা মোহনা, অনামিকা সরকার, মোহনা আক্তার, নিশাত তাসনিম, জান্নাত ঐশী, জান্নাতুল মাওয়া ও শামস মিরাজ।
সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা