শিশুদের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার ঈদের আনন্দ ভাগাভাগি

শিশুদের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার ঈদের আনন্দ ভাগাভাগিছবি: বন্ধুসভা

বয়স তাদের তিন থেকে সাত বছরের মধ্যে। তেজগাঁও রেলস্টেশনের পাশের বস্তিতে বেড়ে ওঠা। জীবনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচা। পরিবারের যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে নতুন জামা, একটু ভালো খাবার ও মেহেদি কেনা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। তবু ঈদ আসে, আক্ষেপ থাকে নতুন জামা ও মেহেদি কেনার। অনেকেরই হয়তো সেই স্বপ্ন পূরণ হয় না। কথাগুলো বলছিলেন ঈদের নতুন জামা, খাবার ও মেহেদি পাওয়া শিশুদের পরিবারের সদস্যরা।

শিশুদের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার ঈদের আনন্দ ভাগাভাগি

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে নতুন জামা ও ঈদের খাবার বিতরণ এবং মেহেদি উৎসব করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। ৯ এপ্রিল তেজগাঁও রেলস্টেশন–লগ্ন বস্তিতে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি ফারজানা রহমান, সহসভাপতি মাহিমা জাহান, সাধারণ সম্পাদক রুবায়েত রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানজিম হোসেনসহ আরও অনেকে।

সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা