নতুনের আগমনে খুলনায় বন্ধুবরণ উৎসব

উৎসব শেষে খুলনা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন বন্ধুদের বরণ করে নিয়েছে খুলনা বন্ধুসভা। ২৬ আগস্ট বিকেলে বন্ধুবরণ উৎসব অনুষ্ঠিত হয় প্রথম আলোর খুলনা অফিসে।

সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বিস্তৃত করে তুলতে এ উৎসবের আয়োজন। বৈরী প্রকৃতির মধ্যেও নতুন প্রাণের মিলনে প্রাণময় হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। গোলাপ ফুলের শুভেচ্ছা, মিষ্টিমুখ, বৃষ্টিমুখর গান, রোমান্টিক কবিতা আবৃত্তি—সব মিলিয়ে এ যেন এক কল্পিত স্বর্গভুবনের প্রতিচ্ছবি।

নতুন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়
ছবি: বন্ধুসভা

নতুন বন্ধুদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বণিক। বন্ধুসভার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড তুলে ধরেন দপ্তর সম্পাদক ফারজানা যুথী। বন্ধুসভার গঠনতন্ত্র সম্পর্কে সম্যক ধারণা দেন যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম।

নতুন বন্ধু খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জাকিয়া নাহার তাঁর অভিব্যক্তি প্রকাশ পর্বে বলেন, ‘বন্ধুসভার কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে বন্ধু হতে আগ্রহী হয়েছি।’ আরেক নতুন বন্ধু আযমখান সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী মিতা মাহমুদ বলেন, ‘সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখতে ভালো লাগে। সে কারণে বন্ধুসভায় যোগ দেওয়া।’

কথামালা পর্ব
ছবি: বন্ধুসভা

খুলনা বন্ধুসভার সভাপতি তুহিন রায় বলেন, ‘বন্ধুসভার সৌরভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি খুলনার প্রতিটি প্রান্তরে। সহজাতভাবে মানুষের অন্তরে ভালো কিছুর প্রতি সব সময়ই একটি দুর্বলতা কাজ করে। সেই জায়গা থেকেই খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিকের বেশি বন্ধু একাত্ম হয়েছেন বন্ধুসভায়।’

নতুন বন্ধুদের কথামালায় অভিনন্দন ও সাধুবাদ জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাসুদুল আলম, আযমখান সরকারি কমার্স কলেজের অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিশানা আফরিন নিশু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান। উৎসবে আরও উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার সহসভাপতি বনানী আফরোজা, অর্থ সম্পাদক শেখ হাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাফায়েত হোসেন, ম্যাগাজিন সম্পাদক জহিরুল রাতুল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তুহিন বাউলিয়া, বন্ধু সালমান আহমেদ, সোমা আক্তার, আক্তারুজ্জামানসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা