কাতারে বৈশাখী মেলা ও রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসবে বন্ধুসভার স্টল
বাংলা নববর্ষ বরণ ও রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, দোহা। ১৭ মে দোহায় বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় কাতার বন্ধুসভা বইয়ের স্টল দিয়ে অংশগ্রহণ করে। ফিতা কেটে স্টলের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। তিনি এ রকম ব্যতিক্রমী স্টলের জন্য বন্ধুসভার প্রশংসা করেন। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে রাষ্ট্রদূতকে একটি বই উপহার দেন বন্ধুরা।
কাতার বন্ধুসভার স্টলে ছিল নতুন বন্ধু সংগ্রহ, কুইজ প্রতিযোগিতা, বই প্রর্দশনী ও বিক্রি, গান পরিবেশনা, এবং বন্ধু আড্ডা। আগত দর্শনার্থীরাও বন্ধুসভার কার্যক্রম বেশ উপভোগ করেন।
সহসভাপতি, কাতার বন্ধুসভা