মহান একুশ স্মরণে কুড়িগ্রাম বন্ধুসভার দেয়ালিকা প্রকাশ
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজে এটি প্রকাশ করা হয়।
দেয়ালিকায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা। উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ মীর্জা মোহাম্মদ নাসির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান, কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, সভাপতি সিরাতুল জান্নাত, সাধারণ সম্পাদক ভুবন কুমার শীল, সহসভাপতি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া শিমু, সহসাংগঠনিক সম্পাদক আজিজুল হক, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মিজান বিনতে জেবা, বন্ধু আবদর রহিম, আরিফুল হক, নাঈম হাসান, টুম্পা রানী, মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা