ফেনী বন্ধুসভার আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফেনী বন্ধুসভার মোমবাতি প্রজ্বালন
ছবি: বন্ধুসভা

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি বুদ্ধিজীবী নিধনে মেতে উঠেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেই ষড়যন্ত্রের নীলনকশা অনুযায়ী তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।

১৪ ডিসেম্বর বিকেলে প্রথম আলোর ফেনী অফিসে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সভা শেষে ফেনী সরকারি কলেজ চত্বরে অবস্থিত বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করেন ফেনী বন্ধুসভার বন্ধুরা।

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফেনী বন্ধুসভার আলোচনা সভা
ছবি: বন্ধুসভা

অধ্যক্ষ মো. আবদুল হালিমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, উপদেষ্টা মোশাররফ হোসেন মিলন, শেখ নুর উদ্দিন চৌধুরী, আবুল খায়ের, আমজাদ হোসেন। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাত আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জহিরুল ইসলাম, শেখ আশিকুন্নবী, সহসভাপতি বিজয় নাথ, মনিকা রায়, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লোকমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, অর্থ সম্পাদক ফারজানা আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম, দুযোর্গ ও ত্রাণ সম্পাদক সাইফ উদ্দিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাতিহা জান্নাত, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তৌহিদুল ইসলাম, তারিফ হোসেন, আমিনুল ইসলাম, শাহারিয়ার উল্ল্যাহ, নুর উদ্দিন, দিপন চন্দ্র দাস, জাইমা ইসলাম প্রমুখ।

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা