‘নতুন নেতৃত্ব তৈরি ও নিয়মিত পাঠচক্র আয়োজন করতে হবে’

নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও পিঠা উৎসব। ১৭ জানুয়ারি সন্ধ্যায় প্রথম আলো নারায়ণগঞ্জ অফিসে এই আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের পর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সভাপতি আফরিন সুলতানা। সহসভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা রফিউর রাব্বি, উজ্জ্বল উচ্ছ্বাস, প্রথম আলো প্রতিনিধি মজিবুল হক, সভাপতি নয়ন আহমেদ ও কার্যনির্বাহী সদস্য গাজী খায়রুজ্জামান।

রফিউর রাব্বি বলেন, বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব। নতুন নেতৃত্ব তৈরি ও নিয়মিত পাঠচক্র আয়োজন করতে হবে।

আলোচনা পর্বের পর মূল আকর্ষণ পিঠা উৎসব শুরু হয়। ভাপা পিঠা, পুলিপিঠা, নকশি পিঠা, সুজি পিঠা, কলাপিঠা, মালপোয়া, পাটিসাপটা, ফুলকপি পিঠা ও চিতই পিঠার স্বাদে মেতে ওঠেন বন্ধুরা। কবিতা আবৃত্তি করেন সহসভাপতি জহিরুল ইসলাম। তাৎক্ষণিক কুইজও ছিল। বিজয়ী দুজনকে উপহার হিসেবে বই দেওয়া হয়। সবার হাতে পাললিক-২০২৪ বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাব্বির আল ফাহাদ, সাধারণ সম্পাদক মৌন লাকি, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক ইয়াসিন ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাইমা ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইউসুফ কবির, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ম্যাগাজিন সম্পাদক হাসান আহমেদ, বইমেলা সম্পাদক গাজী ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা