রাবি বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দীন কলাভবনের সামনে রাবি বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দীন কলাভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজ। তিনি বলেন, ‘বহুদিন ধরেই রাবি বন্ধুসভা বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে, যা অক্ষুণ্ন রাখতে হবে। আজকের বৈঠকে এত মানুষ উপস্থিত হওয়া বন্ধুসভার সাংগঠনিক সক্ষমতার প্রমাণ। আমি বিশ্বাস করি, রাবি বন্ধুসভা তার ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে আরও অনেক দূর এগিয়ে যাবে।’

রাবি বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তুহিনূজ্জামান বলেন, ‘আমরা এই বছর সংখ্যার চেয়ে গুণগত মানের কাজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য এমন কিছু করা, যাতে অন্তত দুজন মানুষও উপকৃত হয়। ভবিষ্যতে আরও ভালো কাজ করার পরিকল্পনা রয়েছে। জাতীয় পর্ষদের সহযোগিতা থাকলে আমরা সফল হতে পারব।’

সাধারণ সম্পাদক রহিমা সিদ্দিকীর সঞ্চালনায় বৈঠক শেষে কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের মধ্য দিয়ে বন্ধুরা প্রাণবন্ত করে তোলেন পুরো আয়োজন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সহসভাপতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ কুমার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরহাদ হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রিয়াদ খাঁন, ম্যাগাজিন সম্পাদক শরীফা নাজনিনসহ অন্য বন্ধুরা।

স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, রাবি বন্ধুসভা