লিও তলস্তয় রচিত ‘ক্রয়িৎসার সোনাটা’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৩০ জুন বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা আয়েস উদ্দীন। তিনি বলেন, ‘বইটির কাহিনি একজন ব্যক্তির কথোপকথনের আকারে বলা হয়েছে। ট্রেনযাত্রার সময় এক ভদ্রলোক তার জীবনের গল্প বলতে শুরু করে। সে জানায়, সে তার স্ত্রীকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ ছিল সন্দেহ, ঈর্ষা এবং দাম্পত্যজীবনের জটিলতা। স্ত্রী এবং এক সংগীতজ্ঞের মধ্যে সংগীতের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। “ক্রয়িৎসার সোনাটা” সংগীতটি তাদের একসঙ্গে পরিবেশনের সময় তার সন্দেহ আরও তীব্র হয়। শেষ পর্যন্ত সে বিশ্বাস করতে থাকে যে তার স্ত্রী তাকে বিশ্বাসঘাতকতা করেছে এবং রাগে, হতাশায় তাকে হত্যা করে।’
পাঠ প্রতিক্রিয়ায় সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ বলেন, ‘আমাদের ভেতরের রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। রাগের বশবর্তী হয়ে মানুষ নানা রকম ভুল করে ফেলে; যা সবার জন্য অকল্যাণকর হয়।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক আসেফ উৎস, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসানসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা