নববর্ষে দর্শনার্থীদের মধ্যে বিনা মূল্যে শরবত ও পানি বিতরণ

নাটোর বন্ধুসভার উদ্যোগে নববর্ষে দর্শনার্থীদের মধ্যে বিনা মূল্যে শরবত ও পানি বিতরণছবি: বন্ধুসভা

আশার ছলনে মুছে যাক হতাশার সমস্ত আলপনা। ভালোবাসার উষ্ণ বারী সিক্ত করুক সমস্ত তনু-মন। ভস্মীভূত হোক না পাওয়ার প্রতিটি মুহূর্ত।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও নাটোর বন্ধুসভার বন্ধুরা ঐতিহাসিক নাটোর রাজবাড়িতে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৫০০ দর্শনার্থীর মধ্যে লেবু ও মিছরি সুমিষ্ট শরবত পান করান। দর্শনার্থীরা বন্ধুদের এমন কর্মকাণ্ডের সাধুবাদ জানান।

কার্যক্রমে উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার উপদেষ্টা মাহবুবুর রহমান, সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, সহসাংগঠনিক সম্পাদক পূজা দাস, দপ্তর সম্পাদক সারোয়ার রহমানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা