‘নির্মল আনন্দের জন্য নীরব হৃদয় মেলে আছে অগণিত বই’

ময়মনসিংহে বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই বিতরণছবি: বন্ধুসভা

জীবনের পার্থিব সব উপকরণ হারিয়ে গেলেও, সময়ের স্রোত ধুলায় মলিন হলেও বই থাকে চির যৌবনে আসীন। সে জন্যই বই আনন্দের আধার, জ্ঞানের সুধাভান্ডার। নির্মল আনন্দের জন্য নীরব হৃদয় মেলে আছে অগণিত বই। জীবনের বাস্তবতা ও জটিলতা থেকে মুক্তি পেতে বইয়ের মধ্যে ডুবে থাকতে পরামর্শ দিয়েছেন দার্শনিক বার্ট্রান্ড রাসেল। রবীন্দ্রনাথ ঠাকুরও স্বীকার করে বলেছেন, ‘মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে।’ দেশ–বিদেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে বইপাঠের বিকল্প নেই।

ময়মনসিংহে বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। ২৮ অক্টোবর বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কবি এহসান হাবীব জেলার ত্রিশাল উপজেলার স্বপ্নবিলাশ পাঠাগারে ১৬৩টি বই উপহার তুলে দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ।

স্বপ্নবিলাশ উন্মুক্ত পাঠাগারের পক্ষ থেকে বই গ্রহণ করেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা মাহিনুল ইসলাম ও পাঠাগার সম্পাদক আরাফাত আসফি। বই উপহার পেয়ে স্বপ্নবিলাশ পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহিনুল ইসলাম বলেন, বিকাশ ও প্রথম আলোর উদ্যোগে বই উপহার পেয়ে তাঁদের পাঠাগারটি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাদিকুল ইসলাম, সভাপতি নাহিদ মন্ডল, সহসভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক হামিদুল হকসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা