বিজয় দিবসে গাইবান্ধা বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর জেলা পৌর পার্কের বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত আলোচনায় মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় একতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বন্ধুরা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এ উদ্যোগ। এ ধরনের কাজ তরুণ প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।’
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার সহসভাপতি জিসান মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বন্ধু নাহিদ হাসান, আবদুর রহিমসহ অন্য বন্ধুরা।