শারদ উৎসবে রঙিন উপহার

সিলেট বন্ধুসভার রঙিন সুতায় শারদ উৎসব
ছবি: বন্ধুসভা

উৎসব মানেই খুশির আমেজ। বিশেষ করে পরিবারের ছোট শিশুদের মধ্যে আনন্দ-উল্লাস সবচেয়ে বেশি থাকে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই স্বর্গ থেকে মর্ত্যলোকে আগমন ঘটেছিল দেবী দুর্গার।

এ দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও সিলেট বন্ধুসভা আয়োজন করেছে ‘রঙিন সুতায় শারদ উৎসব’। ১৯ অক্টোবর সিলেটের শিবগঞ্জের শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সেনপাড়া, খরাদিপাড়া, লাকড়িপাড়া, রায়নগর ও বটেশ্বর—এই ৫ এলাকার ৫০টি পরিবারের শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ এবং আর্থিক সহায়তা দেওয়া হয়।

নতুন জামা ও অর্থ পেয়ে শিশু ও বয়স্ক ব্যক্তিরা খুশিতে মেতে ওঠেন। সুমি নামের এক শিশু অনুভূতি ব্যক্ত করে বলে, ‘নতুন জামা পেয়ে খুবই ভালো লাগছে। এই জামা পরে এবার পূজায় ঘুরব।’ ৮০ বছরের বৃদ্ধা পদ্মাবতী বলেন, ‘এই টাকা দিয়ে নাতি-নাতনিদের নিয়ে শহরের সব পূজামণ্ডপে ঘুরব।’

এ সময় উপস্থিত ছিলেন বন্ধু অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সমীর বৈষ্ণব, দৃষ্টি বর্মণ, অনিক চন্দ্র পাল, দেব রায় সৌমেন, তমা সূত্রধর, তন্বী সূত্রধর, ফয়সাল আহমেদ, সমরজিৎ হালদার, সুবর্ণা দেব, পিয়াস সরকার ও সামিরা হোসাইন প্রমুখ।

বন্ধু, সিলেট বন্ধুসভা