জাতীয় পর্ষদের সভায় সারা দেশের বন্ধুদের নিয়ে একযোগে কাজ করার প্রত্যয়

প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগর বন্ধুসভার প্রথম যৌথ সভাছবি: বন্ধুসভা

‘আমাদের নিজেদের স্বার্থের বাইরে গিয়ে প্রতিটি কাজ বড় করে ভাবতে হবে। আমার কার্যক্রম অন্যদের জীবনে কতটুকু প্রভাব ফেলল, বন্ধুসভার এগিয়ে যাওয়ায় কতটুকু অবদান রাখল, তা ভাবতে হবে।’ ৩০ জানুয়ারি বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগর বন্ধুসভার যৌথ সভায় বন্ধুদের উদ্দেশে এ কথা বলেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক।

এদিন সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রথমে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ কমিটির প্রথম অধিবেশন চলে। একই সময়ে বন্ধুসভাকক্ষে ঢাকা মহানগর কমিটি ২০২৪-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে যৌথ সভায় বসেন দুই কমিটির সদস্যেরা।

জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ কমিটির প্রথম অধিবেশন
ছবি: বন্ধুসভা

জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘সারা দেশের বন্ধুসভাগুলোকে নিয়ে আমাদের পরিকল্পনা। ঢাকা মহানগর ও জাতীয় পর্ষদ এবার যেভাবে পরিকল্পনা করেছে, তা দুর্দান্ত। এগুলো বাস্তবায়ন করতে পারলে বন্ধুসভা অনেক দূর এগিয়ে যাবে।’ সবার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবাই বন্ধু এবং বন্ধু হিসেবে থাকতে চাই। সবাইকে নিয়ে চলতে হবে।’

সভায় আগামী দুই বছর কী কী করা হবে, তা নিয়ে আলোচনা ও বিস্তারিত পরিকল্পনা করা হয়। এর মধ্যে বিগত বছরগুলোতে যেসব কাজ হয়েছে, সেগুলো তো থাকছেই; পাশাপাশি নতুন করে জাতীয় বন্ধু সমাবেশ, জাতীয় বন্ধু সম্মেলন, বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালাসহ নানা আয়োজন; সারা দেশের বন্ধুদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন, নারী বন্ধুদের জন্য বিশেষ আয়োজন, বন্ধুদের লেখালেখিতে অভ্যস্থ করা, গান ও নাচে পারদর্শী বন্ধুদের নিয়ে বিশেষ আয়োজন, দেশব্যাপী মেডিকেল ক্যাম্প করা, মুদ্রিত বই পাঠের চর্চা বাড়ানোসহ পরিবেশসচেতনতা, সামাজিক, মানবিক ও দক্ষতা উন্নয়নমূলক নানা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা নিয়ে পরিকল্পনা ও কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিকের সঞ্চালনায় শুরুতেই প্রতিটি সম্পাদকের কাছ থেকে নিজেদের পরিকল্পনা শোনা হয়। পরে সেগুলো বাস্তবায়ন নিয়ে গঠনমূলক আলোচনা করেন সবাই। আর এসব বাস্তবায়নে ঢাকা মহানগর বন্ধুসভাসহ সংশ্লিষ্ট বন্ধুসভাগুলোর সমন্বয় বেশি প্রয়োজন। এ বিষয়ে জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ বলেন, ‘ঢাকা মহানগরসহ অন্য সব বন্ধুসভাকে সব রকম সহযোগিতা করতে জাতীয় পর্ষদ প্রস্তুত। সব কমিটির সৌহার্দ্য ভালো হলে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারব ইনশা আল্লাহ। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বন্ধুসভাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।’

বন্ধুসভাকক্ষে ঢাকা মহানগর কমিটি ২০২৪-এর প্রথম সভা
ছবি: বন্ধুসভা

ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান বলেন, ‘আমরা বরাবরই মহানগর ও জাতীয় পর্ষদ একসঙ্গে কাজ করে আসছি। আবার কখনো কখনো আলাদাও কাজ করেছি। এবার জাতীয় পরিচালনা পর্ষদকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি ঢাকা মহানগর নিজস্ব কিছু মৌলিক কাজও করবে। যেগুলো হবে বৈচিত্র্যময়।’ এ সময় সব বন্ধুর মধ্যে মেলবন্ধন মজবুত রেখে বন্ধুসভাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা এবং পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারোয়ার, সহসভাপতি মাহবুব পারভেজ, রুবাইয়াত সাইমুম চৌধুরী, মোহাম্মদ আলী ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস, ডা. রেদোয়ান মাহমুদ রেজা, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. তাওহীদা রহমান ইরিন, ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা বুশরা, সাধারণ সম্পাদক নাঈমা সুলতানাসহ অন্য বন্ধুরা। উপস্থিত ছিলেন ২ কমিটির অন্তত ৫০ বন্ধু। সভার শেষ দিকে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক উপস্থিত হয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজখবর নেন।