‘পোস্ট মাস্টার’ ও ‘অপরিচিতা’ গল্প নিয়ে পাঠের আসর

নোয়াখালী বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

বাংলাদেশে এখন ঋতুরাজ বসন্ত বিরাজমান। গাছে গাছে নানা রঙের ফুল ফুটেছে, বনে বনে মধুর সুরে গান গাইছে পাখিরা। ১ মার্চ এমনই এক আনন্দমুখর বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নোয়াখালী বন্ধুসভার এ বছরের নবম পাঠচক্রের আসর।

বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ বইয়ের ‘পোস্ট মাস্টার’ ও ‘অপরিচিতা’ গল্প দুটি। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সানি তামজীদ।

পাঠচক্র শেষে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পরিচয় পর্বের পরই মূল আলোচনা শুরু হয়। গল্প দুটি সারাংশ পড়ে শোনান সানি তানজীদ, ধ্রুব ভূঁইয়া, মো. শিমুল, মাইজদী পাবলিক কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোজাক্কের হোসেন সুজন। ‘অপরিচিতা’ গল্প থেকে বন্ধুদের হাস্যরসাত্মক কিছু প্রশ্ন করেন সভাপতি আসিফ আহমেদ।

পাঠচক্র শেষে মার্চ মাসের অন্যান্য কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল। এর মধ্য দিয়ে সমাপ্ত হয় পাঠচক্র ও নিয়মিত বৈঠকের।

সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া সামান্তা, মো. শিমুল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আরাফাত শিহাব, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নুসরাত জাহান, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরী, বন্ধু জারিন, শাহাদাত হোসেন, আল জাবের, তাসমিয়া‌ ইয়াসমিনসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, নোয়াখালী বন্ধুসভা