পাঠচক্র দিয়ে নতুন বছর শুরু জাবি বন্ধুসভার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

নির্দিষ্ট একটি বিষয় নিয়ে পাঠের আসর আমাদের জানার পরিধি ও জ্ঞান বৃদ্ধি করে। নতুন বছরের কার্যক্রম শুরুর জন্য এর চেয়ে ভালো কোনো কাজ হতে পারে না। তা ছাড়া বন্ধুসভার নিয়মিত কার্যক্রমের একটি এ পাঠচক্র।

গতকাল সোমবার ‘পাবলিক স্পিকিং’ বিষয়ে পাঠের আসর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বন্ধুসভা রুমে পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে আবুল মনসুর আহমদের ‘আমার দেখা রাজনীতির ৫০ বছর’, আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’এবং মার্ক টোয়েনের ‘শ্রেষ্ঠ গল্প’ বই থেকে পাবলিক স্পিকিং বিষয়ে আলোচনা করেন বন্ধুরা।

পাঠের আসরটি পরিচালনা করেন নাফিসা তাবাসসুম। সদ্য বিদায়ী সভাপতি হাসান মাহমুদ তাঁর বক্তব্যে নতুন বছরে নতুন উন্মাদনা ও প্রত্যয়ের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য পালনে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে নতুন সভাপতি হামিদা জান্নাত ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে সাদরে বরণ করে নেওয়া হয়।

তাঁরা উপস্থিত বন্ধুদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং নতুন বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় গত বছরের সফলতাগুলো তুলে ধরা হয়।

এর আগে শুরুর দিকে নতুনভাবে সাজানো বন্ধুসভার রুম পরিদর্শন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন ইমরান হোসেন, পৃষতী খান, মুবাশশিরা শারমিনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা