বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য প্রথম আলোর যে সংগ্রাম ও লড়াই, সেটা শুধু সাংবাদিকতা নয়, সামগ্রিক সাংবাদিকতার বাইরেও নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে তারা বাংলাদেশ প্রশ্নে আপসহীন ছিল। বাংলাদেশকে জাগিয়ে তোলার জন্য প্রথম আলো ২৬ বছর যাবৎ লড়াই করে যাচ্ছে। প্রথম আলোকে ধন্যবাদ, আগামীর পথচলা আরও বেগবান হোক।
নারায়ণগঞ্জে প্রথম আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা। ৬ নভেম্বর বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাংগঠনিক সম্পাদক মৌন লাকীর সঞ্চালনায় বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, খেলার ঘর আসর জেলা কমিটির উপদেষ্টা রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, ন্যাপ জেলার সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফারহানা মানিক, সাইফুল ইসলাম ও নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি আফরিন সুলতানা। এর আগে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক।
রফিউর রাব্বি বলেন, ‘আমাদের দেশের দুর্বৃত্তায়নের রাজনীতি, সংস্কৃতি ও লুটপাটের মহোৎসবের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছিল প্রথম আলো। শাসকগোষ্ঠী যখন যাঁরাই ক্ষমতায় ছিলেন, তাঁদের অপকর্ম সাহসিকতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরেছে প্রথম আলো। এ কারণে পত্রিকাটির বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধেও অসংখ্য মামলা দেওয়া হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু তারা ভয়ভীতি উপেক্ষা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কারণেই প্রথম আলো গণমানুষের পত্রিকা। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের চাওয়া, যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন—এই বিষয়গুলো যেন আমরা উপলব্ধি করি। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।’
প্রথম আলো এই দেশের সাংবাদিকতার জগতে নতুন দিগন্তের সূচনা করেছে উল্লেখ করে হালিম আজাদ বলেন, সব সরকারের আমলেই প্রথম আলোর কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
রথীন চক্রবর্তী বলেন, ‘সত্যের ওপরে দাঁড়িয়ে প্রথম আলো ২৬ বছর পূর্তি করেছে। আমরা আশা করব, শতবর্ষে পদার্পণ করবে প্রথম আলো। দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম আলো ৭১ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং নীতিনিষ্ঠতা বজায় রাখবে। দেশের মানুষের পাশে থাকবে প্রথম আলো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, প্রথম আলোর সংবাদদাতা গোলাম রব্বানী, আলোকচিত্রী দিনার মাহমুদ, বন্ধুসভার সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, উজ্জ্বল উচ্ছাস ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
আলোচনা পর্ব শেষে বন্ধুসভার বন্ধুরা মূকাভিনয় ও দলীয় সংগীত পরিবেশন করেন।