শেষ হলো বন্ধুসভার বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪

বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪ছবি: সংগৃহীত
বৈঠকগুলোতে প্রত্যেক বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্তত পাঁচজন বন্ধু অংশ নেন। ৯ ধাপে সবগুলো সভায় অংশ নিয়েছেন প্রায় ৭০০ বন্ধু।

প্রতিবছরের শুরুতেই সারা দেশে প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি গঠিত হয়। প্রতিটি কমিটি এক বছরের জন্য তাদের দায়িত্ব পালন করে থাকে। এ বছরও জানুয়ারির শুরুতেই দেশ ও দেশের বাইরের অধিকাংশ বন্ধুসভার কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পরপর নতুন কমিটির সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করে প্রতিটি বন্ধুসভার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভাগভিত্তিক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।

এ বছর গত ১১ ফেব্রুয়ারি শুরু হয়ে বিভাগভিত্তিক এই ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। এতে দেশ ও দেশের বাইরের ১৪০টি বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়। সাংগঠনিক বৈঠকের প্রধান সমন্বয় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন জাতীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা।

৯ ধাপে দেশের আটটি বিভাগ ও দেশের বাইরে থেকে ভারতের পাঁচটি ও কাতার বন্ধুসভা এই বৈঠকে অংশগ্রহণ করে। প্রতিটি বৈঠক জুম ক্লাউড মিটিং অ্যাপের মাধ্যমে রাত আটটা থেকে শুরু হয়ে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চলে। বৈঠকগুলোতে প্রত্যেক বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্তত পাঁচজন বন্ধু অংশ নেন। ৯ ধাপে সবগুলো সভায় অংশ নিয়েছেন প্রায় ৭০০ বন্ধু। প্রতিটি বন্ধুসভা থেকে সর্বোচ্চ দুজন নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে নিজেদের বন্ধুসভার বিগত সময়ের কার্যবিবরণী এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রদানের পাশাপাশি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা তুলে ধরেন। এ ছাড়া জাতীয় পরিচালনা পর্ষদের কাছে তাঁদের প্রত্যাশা তুলে ধরেন। বৈঠকের আগেই প্রতিটি বন্ধুসভা লিখিতভাবে তাদের আলোচ্য বিষয় প্রদান করে এবং জাতীয় পর্ষদের পক্ষ থেকে সেগুলো একত্র করে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় বন্ধুদের বিভিন্ন জিজ্ঞাসা, প্রত্যাশাসহ কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা, পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন জাতীয় পর্ষদের নেতারা।

প্রথম ধাপে ১১ ফেব্রুয়ারি, রংপুর বিভাগের সবগুলো বন্ধুসভার সঙ্গে বৈঠক হয়। এরপর ধারাবাহিকভাবে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগ, ১৫ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে, ১৮ ফেব্রুয়ারি বরিশাল ও ময়মনসিংহ বিভাগ, ২০ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের জেলা-উপজেলা পর্যায়ে, ২২ ফেব্রুয়ারি খুলনা বিভাগ, ২৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগ, কাতার এবং ভারতের ৫টি বন্ধুসভা এবং সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের সবগুলো বন্ধুসভাকে নিয়ে অনলাইনে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় পর্ষদের পক্ষ থেকে প্রতিটি বিভাগের সঙ্গে যোগাযোগ সমন্বয় করেন যথাক্রমে ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত, জাতীয় পর্ষদের তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ ফেরদৌস, ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইমরান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আরা তিশা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা জান্নাত, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াসিমা তাসনিম এবং অর্থ সম্পাদক অনিক সরকার।

বন্ধুসভার এই ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল স্বেচ্ছাসেবায় কাজের সুযোগ, প্রয়োজনীয়তা (ইয়ুথ ডিভিডেন্ড, লিডারশিপ বিল্ডআপ, জীবনের লক্ষ্য ও ভিশন); স্থানীয় বন্ধুসভার নিজস্ব অনুষ্ঠানের গুরুত্ব; গঠনতন্ত্র নিয়ে পাঠচক্র আয়োজন; জাতীয় সমাবেশ ও সম্মেলন আয়োজন; স্থানীয় পর্যায়ে বইমেলা আয়োজন; বছরভিত্তিক অনুষ্ঠানসূচি তৈরি করা এবং বিভিন্ন দিবস উদ্‌যাপন; জাতীয় পর্ষদ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জাতীয় পর্ষদ ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন (বিশেষ করে একটি করে ভালো কাজ, সহমর্মিতার ঈদ, বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন); প্রতিটি অনুষ্ঠানের সংবাদ লেখা ও প্রকাশ; মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা আয়োজন, গান প্রতিযোগিতায় অংশগ্রহণ, পরিবেশ সুরক্ষায় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন; বন্ধুসভার কক্ষে যাতায়াত ও আড্ডা; সেরা বন্ধুসভা নির্বাচন প্রক্রিয়ায় যথাযথভাবে অংশগ্রহণ ও রিপোর্টিং করা, জাতীয় পর্ষদের সঙ্গে যোগাযোগ, বছর শেষে নির্ধারিত সময়ে কমিটি গঠন, যূথবদ্ধতা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ইত্যাদি। এ ছাড়া ক্রিয়েটিভ ও ইনোভেটিভ কী ধরনের ইভেন্ট করা যেতে পারে, এ বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪
ছবি: সংগৃহীত

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সহসভাপতি মাহবুব পারভেজ, রুবাইয়াত সাইমুম চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, বিতর্কবিষয়ক সম্পাদক এম এস আই খান, দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিব হাসান, কার্যনির্বাহী সদস্য আলাদিন আল আসাদ, আসিফ খান, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান ও সাধারণ সম্পাদক নাঈমা সুলতানাসহ অন্যরা।

সফলভাবে এ বছরের ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখাসহ ভালো কাজের প্রত্যয়ে এগিয়ে যাওয়া এবং নিজেদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বছরব্যাপী বন্ধুরা বিভিন্ন ভালো কাজ করেন। তাদের কাজকে আরও গতিশীল করতে জাতীয় পর্ষদের উদ্যোগে ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক আয়োজন করা হয়। আশা করি এ বৈঠকের আলোচনা সারা বছরের কাজের দিকনির্দেশনা দেবে।’

উল্লেখ্য, এ বছরের ২৩ জানুয়ারি জাতীয় পর্ষদের নতুন কমিটি ঘোষণার পর ভার্চ্যুয়াল বৈঠকের পাশাপাশি এখন পর্যন্ত নেত্রকোনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কসবা, ফরিদপুর, ভৈরব, রংপুর, সিলেট, শাবিপ্রবি, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, জামালপুর, সরিষাবাড়ী, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১৫টি বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের প্রতিনিধি দলের সশরীর সরাসরি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক জানান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের ঐকান্তিক আগ্রহ ও প্রত্যক্ষ নির্দেশনায় এ বছর অন্তত আরও ৫০-৬০টি বন্ধুসভার সঙ্গে সশরীর সাক্ষাৎ ও বৈঠক করা হবে। এর মধ্য দিয়ে কেন্দ্রের সঙ্গে স্থানীয় বন্ধুসভাগুলোর যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং বিভিন্ন বিষয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।