বন্যায় ক্ষতিগ্রস্ত দানু মিয়ার পাশে রাঙ্গুনিয়া বন্ধুসভা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের দানু মিয়ার পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া বন্ধুসভা। ২১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে গিয়ে বন্ধুসভার উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঘর মেরামত করার জন্য আর্থিক সহায়তা তুলে দেন বন্ধুরা।
রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম বলেন, ‘বন্ধুসভার উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হোছনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বন্ধুসভার মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, অর্থ সস্পাদক রবিউল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, বন্ধু মোরশেদুর রহমান প্রমুখ।