জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘মননে সৃজনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ১৭ মার্চ বিকেলে প্রথম আলোর সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা বন্ধুসভার প্রচার সম্পাদক লেখক তারিক ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার। তিনি বলেন, ‘১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। একই সঙ্গে দুটি দিবস হওয়ার কারণ হলো, বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর-স্নেহ করতেন, ভালোবাসতেন। শিশুদের নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল। তিনি বিশ্বাস করতেন, আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে শিশুরা।’
সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সভাপতি কর্ণ বিশ্বাস, সহসভাপতি মলয় চন্দ্র, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোকাররাম বিল্লাহ, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, বন্ধু ইনামুল হাসানসহ অন্য বন্ধুরা।
সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা